বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

মংলায় শুল্ক ফাঁকির দুই বিলাসী গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

আমদানিতে মিথ্য ঘোষণা বা সিসি কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া দুটি বিলাসবহুল গাড়ি গতকাল মংলা থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে একটি গাড়ি মিনি কুপার, আরেকটি ভক্সওয়াগন গল্?ফ আর। শুল্ক ফাঁকির অভিযোগে গাড়ি দুটির আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

গতকাল জব্দ করা মিনি কুপার ও ভক্সওয়াগন গল্ফ আর গাড়ি দুটি শুল্ক ফাঁকি দিয়ে ছাড় করানো হয়। সাদা রঙের ইউকে’র তৈরি ২০১০ সালের মডেলের হ্যাচব্যাক বিলাসবহুল মিনি কুপার গাড়িটির আমদানিকারক ফয়সাল জাকারিয়া। ১৩৯৭ সিসি ঘোষণা দিয়ে গাড়িটি আনা হলেও কাগজপত্র যাচাইয়ে দেখা যায় গাড়িটি ১৫৯৮ সিসি’র। সিসি কম দেখিয়ে ৭ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়ি আটক করে মংলা বন্দর থানায় পাঠানো হয়েছে। আর ব্লু কালারের জার্মানির  তৈরি ভক্সওয়াগন গল্?ফ আর ২০১৫ মডেলের গাড়িটির আমদানিকারক ঢাকার কাকরাইলের টিবিএইচ কোম্পানি। গাড়িটি ইউকে থেকে আমদানি করা হয়। আমদানিকারক গাড়িটি ১৩৯৮ সিসি ঘোষণা দিয়ে ২৫ লাখ ৫৪ হাজার টাকা শুল্ক পরিশোধ করেন। কাগজপত্র যাচাই করে সিসি পাওয়া যায় ১৯৮৪। এতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে ১৬ লাখ টাকা।

সর্বশেষ খবর