বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদে রানা দাশগুপ্ত

গত ১৮ জুন বাংলাদেশ প্রতিদিনে ‘সংখ্যালঘুরা হলো ঘরপোড়া গরু’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এক প্রতিবাদপত্রে তিনি বলেছেন, প্রতিবেদনের ‘ষষ্ঠ পৃষ্ঠার তৃতীয় কলামে’ লিপি আছে ‘সম্প্রতি নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ ও পরবর্তী বিতর্ক সম্পর্কে রানা দাশগুপ্ত বলেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তাবোধ নিয়ে জানতে আমাদের ডেকেছিলেন। আমরা আমাদের পরিস্থিতির কথা তাকে জানিয়েছি। আমরা সমন্বিত রাজনৈতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছি।’ বস্তুত এমন কোনো বক্তব্য আমি দেইনি। কেননা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনো কোনো সময়ে বাংলাদেশের  সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের ডাকেননি। তাই তাকে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির কথা জানানোর এবং তাদের ব্যাপারে সমন্বিত রাজনৈতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলার কোনো প্রশ্নই ওঠে না।

প্রতিবেদকের বক্তব্য : শ্রী রানা দাশগুপ্তের টেলিফোনে নেওয়া বক্তব্যের রেকর্ড থেকেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেই রেকর্ডিং প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

সর্বশেষ খবর