বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা
ইউনিয়ন পরিষদ নির্বাচন

কালিহাতীতে পুলিশের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে আহত আলমগীর হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। আলমগীর হোসেন উপজেলার পোষনা উত্তর পাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে। কালিহাতী থানার এসআই ওয়াদুদ জানান, গত ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় মেম্বার প্রার্থী আমীর আলীর সমর্থক আলমগীরসহ ১০/১২ জন জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। এ সময় আলমগীর গুলিবিদ্ধ হন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। গতকাল সকালে তার লাশ পোষনা উত্তর পাড়া গ্রামে নিয়ে আসা হয়। নামাজে জানাজা শেষে পোষনা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর