Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৫ জুন, ২০১৬ ০০:০০
শিক্ষক সমিতির বিবৃতি
এমপিওভুক্তদের দ্রুত ঈদ বোনাস প্রদানের দাবি
নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক-কর্মচারীকে দ্রুত ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। গতকাল সমিতির কেন্দ ীয় সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রামী ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. রিয়াজ উদ্দিন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, শিক্ষক-কর্মচারীরা ৮ম জাতীয় পে-স্কেলে বেতন ও ভাতা পেয়েছেন। নতুন জাতীয় স্কেলেই তাদের ঈদ বোনাস দিতে হবে। তারা উল্লেখ করেন, সরকার বিরোধী অশুভচক্র বর্তমান সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে ঈদ বোনাস প্রদানে বিলম্ব করাচ্ছে।

up-arrow