Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুন, ২০১৬ ০০:০০
শিক্ষক সমিতির বিবৃতি
এমপিওভুক্তদের দ্রুত ঈদ বোনাস প্রদানের দাবি
নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক-কর্মচারীকে দ্রুত ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। গতকাল সমিতির কেন্দ ীয় সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রামী ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. রিয়াজ উদ্দিন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, শিক্ষক-কর্মচারীরা ৮ম জাতীয় পে-স্কেলে বেতন ও ভাতা পেয়েছেন। নতুন জাতীয় স্কেলেই তাদের ঈদ বোনাস দিতে হবে। তারা উল্লেখ করেন, সরকার বিরোধী অশুভচক্র বর্তমান সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে ঈদ বোনাস প্রদানে বিলম্ব করাচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow