সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

মীনা বাজারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভেজাল পণ্য মজুদ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মীনা বাজারে অভিযান চালিয়ে পাঁচজনকে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মোহাম্মদপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। বিকালে লালবাগে ভেজাল আচার ও লজেন্স তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। র‌্যাব-২ জানায়, বিএসটিআই ও ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়াই কসমেটিক্স, ওষুধ উৎপাদন, মজুদ, তৈরিকৃত দধি, ঘি, মধু, তেল, মিষ্টি এবং বোরহানিতে কোনো লেভেল ও উৎপাদন তথ্য, মেয়াদ, মূল্য না রাখার অপরাধে মীনা বাজারের মীনা আয়ুর্বেদিক, মীনা সুইটস্সহ জাকির ডেইরি ফার্মের পাঁচজনকে আটক করা হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর