সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

বোর্ডের নিয়মনীতি মানছে না জাকির হোমিও কলেজ!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বোর্ডের কোনো নিয়মনীতিই মানছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, দেশে সিটি করপোরেশন পরিচালিত এই একটি মাত্র কলেজই রয়েছে। বিধি অনুযায়ী ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শেষ হলেও এ কলেজ কর্তৃপক্ষ এখনো ভর্তির কার্যক্রম চালাচ্ছেন। অভিযোগ অনুযায়ী, এই  ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে। ভুক্তভোগীদের অনেকেই জানান, এর সঙ্গে কলেজ অধ্যক্ষ, মেডিকেল অফিসারসহ অনেকে জড়িত। এ বিষয়ে গত ১২ জুন ডা. মোহাম্মদ আলমগীর নামে এক ব্যক্তি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন। কলেজের উপাধ্যক্ষ ডা. ভূপাল চন্দ্র নাথ এ অনিয়মের কথা স্বীকার করে বলেন, ‘অধ্যক্ষ নিজের ইচ্ছেমতো কাজ করছেন। কলেজের অন্য শিক্ষক বা আমার কাছ থেকে কাজের ব্যাপারে কোনো সময় কোনো ধরনের মতামত বা পরামর্শ নেওয়া হয়নি।’

সর্বশেষ খবর