Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ২৩:০৩
হেলিকপ্টারে সিএমএইচে আনা হলো মাহবুবকে
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে তাকে হেলিকপ্টারে করে সিএমএইচে আনা হয়। তার আহত স্ত্রী এএফবি নাগিনা আমিনকেও সিএমএইচে ভর্তি করা হয়।

শনিবার বিকালে জেলার কাহারোল উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের দশমাইল নামক স্থানে স্ত্রীসহ সড়ক দুর্ঘটনার শিকার হন সাবেক এই সেনাপ্রধান। পরে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করে। গতকাল সকালে সাবেক এই সেনা কর্মকর্তা বমি করেন। এ সময় শারীরিকভাবে তিনি বেশ দুর্বল হয়ে পড়েন। পরে তাদের দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন  থেকে  হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।  

মাহবুবুর রহমানের ব্যক্তিগত সহকারী সার্জেন্ট (অব.) শফিকুল ইসলাম জানান, স্যার ও ম্যাডাম দুজনকেই সিএমএইচে ভর্তি করা হয়েছে। স্যার মাথায় আঘাত পেয়েছেন। ম্যাডামেরও নাকের ওপরে কেটে গেছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্যারের পরিবার।

এই পাতার আরো খবর
up-arrow