সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা
খনি দুর্নীতি মামলা

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার লিভ টু আপিল

নিজস্ব প্রতিবেদক

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এ আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, লিভ টু আপিলে ওই মামলার কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়েছে। আবেদনটি শুনানির জন্য চেম্বার আদালতে দাখিল করা হবে। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর এই মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন খারিজ করে হাইকোর্ট। পাশাপাশি মামলার কার্যক্রমে আগের স্থগিতাদেশও তুলে  নেওয়া হয়। গত ২৫ মে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের পর নিম্ন আদালতে এই মামলার কার্যক্রম চালাতে সব আইনি বাধা দূর হয়। ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। জানা যায়, সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় কয়লা খনি দুর্নীতি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করেছেন। এ মামলায় ওই বছরের ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর খালেদা জিয়া মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে।

সর্বশেষ খবর