সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা
সংসদে নৌমন্ত্রী

খালেদা এ যুগের ঘষেটি বেগম

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে সব খুনি একত্র হয়েছিল। তাদের নেতা ছিল ঘষেটি বেগম। জঙ্গিবাদকে মোকাবিলা করার আজ বাংলার ১৬ কোটি মানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সব খুনি একত্র হয়েছে। আর তাদের নেত্রী হয়েছেন খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এ যুগের ঘষেটি বেগম।

সংসদে বাজেট অধিবেশনে গতকাল প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নৌমন্ত্রী বলেন, জঙ্গিবাদ কীভাবে সৃষ্টি হয়েছিল বাংলার মানুষ সব জানে। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, এই জঙ্গিবাদকে তিনিই মদদ দিয়েছেন, তিনিই সৃষ্টি করেছেন। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী রাজাকার-আলবদর সৃষ্টি করে বাংলার ৩০ লাখ মানুষকে খুন করেছে। মুসলিম লীগ শান্তি কমিটি গঠন করে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে। নেজামে ইসলাম মুজাহিদী ইসলাম গঠন করে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে। সেসব খুনি, পঁচাত্তরের খুনিরা এবং ১৯৭২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত ছাত্রকে গুলি করে হত্যায় নেতৃত্ব দানকারী শফিউল আলম প্রধানসহ সব খুনি আজ এক হয়েছে। আর তাদের নেত্রী হয়েছেন খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এ যুগের ঘষেটি বেগম। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিশ্বের কাছে এক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ আজ হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে প্রশাসনের কঠোর মনোভাব এবং সরকারের জিরো টলারেন্সের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কাজ করে চলেছেন তা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে। মন্ত্রী বলেন, এ ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য বাংলার শ্রমিক, কর্মচারী, সৈনিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জঙ্গিবাদ মোকাবিলা করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে নৌ-মন্ত্রণালয় যে উন্নয়ন সাধন করেছে, তা শতবর্ষের রেকর্ড ভঙ্গ করেছে। পায়রা বন্দর হবে আরেক বিস্ময়। ২০১৮ সালের মাধ্যমে জেটি নির্মাণ করে এখানে কাজ শুরু করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর