সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের দুই হাজার মসজিদে ২০ লাখ রোজাদারের ইফতার

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দুই হাজার মসজিদে প্রতিদিন ২০ লক্ষাধিক রোজাদার ইফতার করছেন। এর ফলে প্রতিদিন সন্ধ্যায় মসজিদ সংলগ্ন এলাকা চলে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের কব্জায়। খবর এনআরবি নিউজ

মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার), মুসলিম আমেরিকান সোসাইটি, ইলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা সূত্রের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ছোট-বড় সব মিলিয়ে ২৬০০ মসজিদ রয়েছে। এর মধ্যে অন্তত দুই হাজার মসজিদে প্রতিদিন মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হচ্ছে। এসব মসজিদে তারাবি নামাজও অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি রাজ্যের কোনো কোনো মসজিদে ইফতারের সময় পাঁচ হাজারের অধিক মুসল্লির সমাগম ঘটে। ফলে এসব স্থানের ভিনদেশি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত রোজাদারদের ইফতারের জন্য কর্মবিরতি দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর