Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৭ জুন, ২০১৬ ২৩:৫২
জেনারেল মাহবুবের শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক
জেনারেল মাহবুবের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। একইভাবে তার স্ত্রী এএফবি নাগিনা আমিনের অবস্থাও এখন অনেকটা ভালো। দুই-একদিনের মধ্যেই তারা হাসপাতাল ছাড়তে পারেন বলে জানিয়েছেন মাহবুবুর রহমানের ব্যক্তিগত সহকারী সার্জেন্ট (অব.) শফিকুল ইসলাম। তিনি জানান, উভয়ের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। এদিকে স্বস্ত্রীক মাহবুবুর রহমানের রোগমুক্তি কামনায় শ্যামলী শাহী মসজিদ, রোডস অ্যান্ড হাইওয়ে মসজিদসহ ঢাকা ও দিনাজপুরের বেশ কয়েকটি মসজিদে গতকাল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাহবুব পরিবারকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদসহ বিএনপির নেতা-কর্মী ও তার শুভানুধ্যায়ীরা। প্রসঙ্গত, শনিবার বিকালে জেলার কাহারোল উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের দশমাইল নামক স্থানে স্ত্রীসহ সড়ক দুর্ঘটনা শিকার হন সাবেক এই সেনা কর্মকর্তা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। রবিবার বিকালে তাদের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

এই পাতার আরো খবর
up-arrow