মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

মহেশখালীতে আরও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট সম্পন্ন আরও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। চীনের ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন করপোরেশন (সেপকো)-এর সঙ্গে যৌথ কোম্পানি গঠন করে এই বিদ্যুেকন্দ্র করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সেপকোর প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে গতকাল সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তিতে পিডিবির সচিব মো. জহুরুল হক এবং সেপকোর প্রেসিডেন্ট লিউ চওমিং স্বাক্ষর করেন। বিদ্যুৎ ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডিবির সদস্য মিনহাজ উদ্দিন আহমেদ, ওমেগা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মিনহাজ উদ্দিন বলেন, শিগগির এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে যৌথ চুক্তি হবে। এরপর কোম্পানি গঠন করা হবে। ভারতের সঙ্গে যেমন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি গঠন করা হয়েছে, তেমনই কোম্পানি গঠন করা হবে। আর সেই কোম্পানিই এ বিদ্যুৎ কেন্দ্র করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর