মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা
সংসদে গৃহায়ণমন্ত্রী

পরিত্যক্ত বাড়ি ১০৪১৪ বিক্রির তালিকায় ৪৭৮২

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, সারা দেশে মোট ১০ হাজার ৪১৪টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। তবে বরিশাল বিভাগের কোনো জেলাতেই পরিত্যক্ত বাড়ি নেই। ঢাকা শহরে পরিত্যক্ত বাড়ি রয়েছে সর্বোচ্চ ৬ হাজার ৪০৬টি । এর মধ্যে বিক্রয় তালিকাভুক্ত ৪ হাজার ৭৮২টি। এ ছাড়া ঢাকার ১২৮টি সরকারি বাড়ি বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে রয়েছে। তারা বিভিন্ন আদালতে মামলা করে এসব বাসায় বসবাস করছেন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১১), নুরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮) ও সেলিনা বেগমের (মহিলা-৬) উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ঢাকায় যে ১২৮টি সরকারি বাড়ি বর্তমানে অবৈধ দখলে রয়েছে, এর মধ্যে এফ শ্রেণি ১, সুপিরিয়র ২, ই শ্রেণি ১২, সংরক্ষিত পরিত্যক্ত বাস/বাড়ি (বিভিন্ন শ্রেণি) ৫৩, ডি শ্রেণি ৫৬ ও অস্থায়ী বাসা ৪টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর