মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনায় উদ্বেগ ডিসিসিআইয়ের

নিজস্ব প্রতিবেদক

৯ মাসের ব্যবধানে আবারও গ্যাসের দাম বাড়ানোর সরকারি পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ ব্যাপারে গতকাল ডিসিসিআই মহাসচিব এ এইচ এম রেজাউল কবির স্বাক্ষরিত এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এতে সংগঠনটি সরকারকে গ্যাস উত্তোলন ও সরবরাহ নীতিমালার পাশাপাশি তিন বছর মেয়াদি মূল্য নির্ধারণ করার প্রস্তাব দিয়ে বলেছে, গ্যাসের মূল্য এখনই না বাড়িয়ে বরং শিল্প কল-কারখানায় চাহিদা মাফিক প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর