মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা
দেশের ভেতরেই উৎপত্তিস্থল

ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক

রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে গতকাল ভোরে। যার উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই ঢাকা থেকে ২০৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বের খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে। সরকারের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র এ তথ্য জানায়। ভূমিকম্প হয় সকাল ৬টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ডে। তবে এতে কোনো জানমালের ক্ষতির খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় কমবেশি। অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা ২৭ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। সেই সঙ্গে ওই তথ্যে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, চট্টগ্রামের রাউজান থেকে ২২ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং ঢাকা থেকে ১৯৭ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে। আর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর