মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

বিবিআইএন বিজনেস এক্সপো শুরু ১৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক

ভারতের কলকাতায় আগামী ১৪ জুলাই বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল—বিবিআইএন বিজনেস ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। পরদিন ১৫ জুলাই ভারতের শিলিগুড়িতে শুরু হওয়া বিবিআইএন বিজনেস এক্সপো চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ এক্সপোতে বাংলাদেশ থেকে টেক্সটাইল ও কটনশিল্প, কৃষি ও উদ্ভিজ্জাত সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী, অবকাঠামো ও পরিবহনবিষয়ক, কেমিক্যাল ও সার, তথ্যপ্রযুক্তি শিল্প, চামড়াজাত পণ্য এবং অটোমোবাইল শিল্প খাতের প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে ব্যবসায়ী-শিল্পপতিদের সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, এফবিসিসিআই ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স যৌথভাবে বিবিআইএন বিজনেস এক্সপোর আয়োজন করতে যাচ্ছে। এতে আরও অংশ নেবে ফেডারেশন অব নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এক্সপোতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের ৬০টি স্টল বরাদ্দ থাকবে। এফবিসিসিআই সভাপতি বলেন, এ এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিভিন্ন সভা-সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রত্যেক দেশ তাদের পণ্যসামগ্রী নিয়ে এক ছাদের নিচে হাজির হবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ট্রেড পলিসি এবং আমাদের পাশের দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা নিয়ে আলোচনা করা হবে। এখানে পারস্পরিক ব্যবসায়িক সমস্যাগুলো চিহ্নিত করা হবে এবং এর সমাধানের পথ খোঁজা হবে। বিবিআইএন বিজনেস এক্সপো নিয়ে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। এ ওয়েবসাইটের ঠিকানা .িননরহপপর.পড়স। এ ওয়েবসাইটের মাধ্যমে এক্সপোর সব তথ্য জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর