মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

তুচ্ছ কারণে ছাত্রকে বেদম প্রহার

নিজস্ব প্রতিবেদক

তুচ্ছ কারণে রাজধানীর রামপুরায় একটি হাফিজিয়া মাদ্রাসায় মো. পারভেজ (১০) নামে এক ছাত্রকে বেত্রাঘাত করে জখম করেছেন শিক্ষক জামাল উদ্দিন। ছাত্রটি গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। এ ঘটনায় রামপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন পারভেজের বাবা মো. খোকন। খোকন হাতিরঝিল এলাকায় চা বিক্রি করেন। তাদের গ্রামের বাড়ি ভোলার পশ্চিম ইলিশার ৯ নং ইউনিয়নে। বর্তমানে রামপুরার বাগিচারটেক নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকছেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানায়, তিন বছর আগে হাফিজিয়া পড়ার জন্য রামপুরা মহানগর প্রজেক্টের সঙ্গে আল আমিন হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করান। গতকাল বাসায় গিয়ে দেখতে পান পারভেজের শরীরে অসংখ্য বেত্রাঘাতের চিহ্ন। জানতে চাইলে পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে জানায়, রবিবার সন্ধ্যায় মাদ্রাসার বাথরুমে যায় সে। এরপর কে বা কারা বাইরে থেকে বাতি বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দেয়। চেঁচামেচির পরও কেউ খুলে না দিলে এক পর্যায়ে ছিটকিনি ভেঙে যায়। এ সময় মাদ্রাসা শিক্ষক জামাল ছুটে আসেন। ছিটকিনি ভাঙার অপরাধে তাকে বেদম বেত্রাঘাত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর