মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ডেমরায় খাবার পানির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার মাতুয়াইলে দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। এ অবস্থায় গতকাল পানির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তারা সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভুক্তভোগীদের অভিযোগ, গত বিশ থেকে পঁচিশ দিন ধরে পানি সংকটে ভুগছেন তারা। রোজার মাসে এ সংকট চরমে পৌঁছেছে। এ ব্যাপারে ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, পানির তীব্র সংকটের কারণে এলাকাবাসীরা বিক্ষোভ করেছেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর