Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৬ ০০:০০
যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ মণির মা
শেখ আছিয়া বেগমের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মণি ও সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম এমপির মা প্রয়াত শেখ আছিয়া বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সংগঠনটির নেতারা মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে জিয়ারত ও দোয়া মোনাজাত করেন। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সকল শহীদের কবরে ফুল ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির জন্য দোয়া করেন। এতে উপস্থিত ছিলেন প্রয়াত শেখ আছিয়া বেগমের জামাতা ও যুবলীগ চেয়ারম্যান মোহম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, মরহুমার ছোট ছেলে ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, মো. আতাউর রহমান, জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow