বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে নিয়ে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গতকাল বিকালে মিলনমেলা বসেছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, পেশাজীবী, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব শ্রেণি-পেশার নেতৃস্থানীয়রা জড়ো হয়েছিলেন তাদের সম্মানে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইফতার মাহফিলে। এ সময় পেশাজীবী ব্যক্তিত্বরা একে অপরের কুশল বিনিময়ের পাশাপাশি নানা বিষয়ে আলোচনায় মেতেছিলেন। বিকাল সাড়ে ৫টার মধ্যেই অভ্যাগতদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশাল প্যান্ডেল। ইফতারের আধা ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন শেখ হাসিনা। তিনি আগত অতিথিদের টেবিলে টেবিলে ঘুরে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। ইফতারের আগে দেশমাতৃকার সুখ সমৃদ্ধি এবং বঙ্গবন্ধুসহ শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা ইহসানুল হক। প্রধানমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, স্থপতি ড. জামিলুর রেজা চৌধুরী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, প্রখ্যাত চিত্রাভিনেতা নায়করাজ রাজ্জাক এবং কৃষিবিদ ড. আমিরুল ইসলাম। সিনিয়র সাংবাদিক ও সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন— বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সংবাদ সম্পাদক মিশু কবির, একাত্তর টিভির মোজাম্মেল বাবু, নিউজ টোয়েন্টিফোরের শাহনাজ মুন্নী, সামিয়া রহমান, আমাদের সময়ের সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুক চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

আইনজীবীদের নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র আইনজীবী বাছেত মজুমদার, কবি মহাদেব সাহা, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ফারুক, গোলাম কুদ্দুস, লিয়াকত আলী লাকি, ফকির আলমগীর। শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান খান, প্রো-ভিসি অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার, চিকিৎসকদের নেতা ডা. আ ফ ম রুহুল হক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইকবাল আর্সনাল, ডা. আবদুল আজিজ, ইঞ্জিনিয়ারদের নেতা কবির আহমেদ ভুইয়া, আবদুস সবুর প্রমুখ।

সর্বশেষ খবর