বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া ২ লাখ হিন্দুকে নাগরিকত্ব দিচ্ছে ভারত

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে স্থায়ীভাবে ভারতে আসা প্রায় দুই লাখ হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দিতে চলেছে ভারত। আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। যে সমস্ত রাজ্যে হিন্দু শরণার্থীরা আশ্রয় নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেই রাজ্যগুলোর প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলাও শুরু করেছেন। ১৫ আগস্টের মধ্যেই হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব এবং দীর্ঘ মেয়াদি ভিসা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলা হয়েছে।  নাগরিকত্ব ছাড়াও এই হিন্দু শরণার্থীদের ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ডও দেওয়া হবে। শুধু তাই নয়, তারা যাতে আগামী দিনে কর্মসংস্থানের সুবিধা পায় সেদিকটিও বিবেচনা করা হচ্ছে। এই ইস্যুতে ভারতের  কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই একযোগে কাজ করবে বলে জানা গিয়েছে। এই ইস্যুটিকে সামনে রেখেই ২০১৪ সালে লোকসভা প্রচারণায় নেমেছিল বিজেপি। দেশটির তৎকালীন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন ভারতে আগত হিন্দুদের শরণার্থীদের সব সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে যে হিন্দু শরণার্থীরা ভারতে চলে আসছেন তাদের কাছে ভারতই ‘স্বাভাবিক আবাসস্থল’ বলে বর্ণনা করেছিলেন মোদি। নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এটা কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্ডা নয়, মানবিকতার দৃষ্টিকোণ থেকেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা চাই না হিন্দু শরণার্থীরা নিজেদেরকে অসুরক্ষিত ও দম বন্ধকর পরিস্থিতির শিকার মনে করুক।

সর্বশেষ খবর