Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৬ ০২:০৪
ঈদে সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ২৪ ঘণ্টা জরুরি বিভাগ খোলা থাকবে। এছাড়া হাসপাতালে চিকিৎসাসেবা তদারকির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে দুটি নিয়ন্ত্রণকক্ষ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া ঈদের দিন, পবিত্র শবেকদরের পরদিন এবং দুই শুক্রবার ছাড়া প্রতিদিন সীমিত পরিসরে বহির্বিভাগের চিকিৎসাসেবা চালু থাকবে। সভায় সরকারি হাসপাতালে সরকারি ছুটির দিনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্সসহ মেডিকেল চিকিৎসাসেবা প্রদানের সরঞ্জামাদি মজুদ এবং মহাসড়ক, রেল ও নৌপথে আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক প্রস্তুত রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এই পাতার আরো খবর
up-arrow