Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৪৪
লিফট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশের আবাসিক ও বাণিজ্যিক এলাকার বহুতল ভবনের লিফটের ব্যাপারে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বহুতল ভবনে লিফট সংযোজন এবং তা নিয়মিত মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ রয়েছে : বহুতল ভবনে সংযোজিত লিফটগুলোয় অনেক ক্ষেত্রেই যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হয় না। সম্প্রতি লিফট দুর্ঘটনার সংখ্যা বেড়ে গিয়ে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং প্রাণহানির মতো ভয়ানক পরিস্থিতির উদ্ভব হচ্ছে, যা জননিরাপত্তার স্বার্থে অনভিপ্রেত। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা, ২০১৪ যথাযথভাবে অনুসরণ করতে ভবন মালিকদের অনুরোধ করা হয়েছে।

up-arrow