Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৪৫
চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেইনার আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগে গতকাল চট্টগ্রাম বন্দরে প্রসাধনী ও খাদ্যপণ্য ভর্তি দুটি কন্টেইনার আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

দুবাই থেকে আসা কন্টেইনার দুটির আমদানিকারক ঢাকার মেসার্স এসআর এন্টারপ্রাইজ ও কাজি ট্রেডার্স। চালান খালাসের দায়িত্বে ছিল চিশতি ক্লিয়ারিং হোম নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, দুবাই থেকে প্রসাধন সামগ্রী আনার ঘোষণা দেওয়ায় সেই অনুযায়ী কন্টেইনার দুটির পণ্যের শুল্কায়ন করা হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে সেখানে প্রসাধন ছাড়াও রয়েছে দুগ্ধজাত বিভিন্ন পণ্য।

এতে আমদানিকারক ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। শুল্ক ফাঁকির অভিযোগে কন্টেইনার দুটি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কাস্টমস হাউসে পৃথক দুটি বিভাগীয় মামলা দায়ের হয়েছে।

up-arrow