শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে সাড়ে ৭ লাখ যানবাহন চলাচল করছে

---- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজধানীতে বর্তমানে ৭ লাখ ৫১ হাজার ৭৩০টি যানবাহন চলাচল করছে। এর মধ্যে প্রাইভেট যানবাহনের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৯৫৯টি এবং গণপরিবহন ২১ হাজার ৭৭১টি। সংসদের বাজেট অধিবেশনে গতকাল এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ওবায়দুল কাদের জানান, রাজধানীতে ৩১ মে ২০১৬ পর্যন্ত অবাণিজ্যিকভাবে ভাড়ায় না চলা বিআরটিএ’র  নিবন্ধিত ছোট যানবাহনের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৯৫৯টি। তন্মধ্যে মোটর সাইকেলের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৪২টি। অন্যদিকে  রাজধানীতে রুট পারমিট প্রদানকৃত গণপরিবহনের (বাস-মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও ট্যাক্সিক্যাব) সংখ্যা  ২১ হাজার ৭৭১টি। বর্তমানে মটর   ভেহিক্যাল অর্ডিনেন্স ১৯৮৩-এর স্থলে যুগোপযোগী ‘সড়ক পরিবহন আইন-২০১৬’-এর খসড়া চূড়ান্তকরণের কাজ প্রক্রিয়াধীন আছে। অনটেস্ট ও এএফআর : অপর প্রশ্নের জবাবে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেন,  রাজধানীতে অনটেস্ট বা এএফআর লেখা গাড়ি খুব একটা পরিলক্ষিত হয় না। তবে দেশের বিভিন্ন  অঞ্চলে বিশেষ করে মোটর সাইকেলের ক্ষেত্রে  এরূপ ঘটনা পরিলক্ষিত হয়েছে। রাজধানীসহ সারা দেশে অনটেস্ট এবং  আএফআর লেখা নম্বরবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ এবং জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ খবর