শিরোনাম
শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মিয়ানমারের সঙ্গে আন্তরিক সম্পৃক্ততা চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সৎ ও আন্তরিক সম্পৃক্ততা গড়ার বার্তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা দূত হিসেবে গতকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন এনএলডি দলের প্রধান অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের ওই বার্তা পৌঁছে দেন। মিয়ানমারের নতুন প্রশাসনিক রাজধানী নেপিডোতে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো একটি চিঠি সু চির হাতে তুলে দেন। তাতে মিয়ানমারের গণতন্ত্র শক্তিশালীকরণ এবং একটি অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় দেশটির নতুন সরকার ও এনএলডি নেতার প্রশংসা রয়েছে।

পররাষ্ট্র সচিব মিয়ানমারের গণতন্ত্রীপন্থি নেত্রীকে জানান, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে জোরালো বন্ধুত্ব, ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়তে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে নিবিড় সহযোগিতায় আন্তরিকভাবে আগ্রহী। তিনি দুই দেশের মধ্যে উন্মুক্ত ও সমন্বিত দ্বিপক্ষীয় আলোচনার ওপরও জোর দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর