শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘ছড়ি ঘুরিয়ে জনতাকে নিয়ন্ত্রণের দিন শেষ’

নিজস্ব প্রতিবেদক

ছড়ি ঘুরিয়ে জনতাকে নিয়ন্ত্রণের দিন শেষ হয়ে গেছে। জনতাকে এখন ভালোবাসা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল দুপুরে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে এতিম ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রমজানকে ঘিরে রাজধানী ঢাকাকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থায় সাজানো হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অপরাধের ঘটনা ঘটেনি। পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিভিন্ন মার্কেটসহ রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি চৌকি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসাবাড়ির মালিক ও ভাড়াটিয়াদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদে গ্রামের বাড়ি যাওয়ার আগে আপনারা নিজেদের মতো বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। বাকিটা আমাদের দায়িত্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর