শিরোনাম
রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা
রাষ্ট্রপতি-ভুটানের রাজা বৈঠক

অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনাগুলো কাজে লাগানোর আহ্বান

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিয়েল ওয়াংচুকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভুটানের রাজকীয় কার্যালয় তাশিসোদজংয়ে এ বৈঠক হয়। এ সময় রাষ্ট্রপতি ও ভুটানের রাজা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক উন্নয়ন জোরদারের সম্ভাবনার ক্ষেত্রগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। খবর : বাসস। এর আগে রাষ্ট্রপতি ও তার পত্নী রাশিদা খানম তাশিসোদজংয়ে পৌঁছালে ঐতিহ্যবাহী রীতিতে তাদের বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার জন্য বাংলাদেশ ও ভুটান নিজেদের সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগাতে পারে। উচ্চ পর্যায়ে সফল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ভুটানের সাহায্য-সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হিসেবে ভুটানকে বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখে বাংলাদেশ। রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রানী জেতসান পেমাকে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি রাজকীয় পরিবারের নতুন সদস্য প্রিন্স জিগমা জিগমি ন্যামগিয়েল ওয়াংচুকের শুভ কামনা করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার জন্ম হয়।

রাজা জিগমে খেসার ন্যামগিয়েল ওয়াংচুক বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং আশা করেন বাংলাদেশ ভবিষ্যতেও এ উন্নয়নধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর