শিরোনাম
রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কড়া নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

গত শুক্রবার রাতে গুলশান-২ এ হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জঙ্গি হামলার পরপরই পুরো ঢাকায় রেড এলার্ট জারির ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরপরই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মানুষের গতিবিধির কড়াকড়ির পর বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি ও র‌্যাব-পুলিশের টহল। এরপরও গতকাল বিকাল সোয়া ৬টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সোবহান (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি ডেমরার আল হিজাব টেক্সটাইল মিলের সুপারভাইজার। তাকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগীরা চকবাজারের একটি শো-রুম থেকে চারজন মিলে একটি প্রাইভেটকারে করে ডেমরা যাচ্ছিলেন। পথে কারটি প্রেসক্লাবের সামনে আসলে তিনটি মোটরসাইকেলযোগে সাতজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর সোবহানের ডান পায়ে এক রাউন্ড গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রেসক্লাবের সামনে একটি ছিনতাই হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর