Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ জুলাই, ২০১৬ ০০:২১
রাজধানীতে শিক্ষার্থীসহ দুজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ ও কদমতলী এলাকায় গতকাল দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজনের নাম কনক চন্দ্র দাস ও অপরজন মুজিবুর রহমান। জানা গেছে, হাজারীবাগের একটি মেস থেকে কনক চন্দ্র দাস (২০) নামে এক শিক্ষার্থীকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। সে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করছিল। এছাড়া কদমতলী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মুজিবুর রহমান (৬২) নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow