রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গুলশানের সন্ত্রাসী হামলা

---------------- তোফায়েল

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ হচ্ছে বিশ্বের উন্নয়নের একটি রোল মডেল। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে ভোলা সদর উপজেলা পরিষদ কর্তৃক রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ ঘটনায় সফল উদ্ধার অভিযানের জন্য বাণিজ্যমন্ত্রী সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবিসহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোথাও আকস্মিক সন্ত্রাসী হামলা করতে না পারে। জনগণের মধ্যে সচেতনা সৃষ্টি করে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল, কাচিয়া ইউপির চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর