রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বরিশালের স্পর্শকাতর স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর বরিশালেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, মার্কেট-শপিংমল, বিমানবন্দর এবং সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত সব স্পর্শকাতর স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিদেশিরা অবস্থান করছেন— এমন  এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন প্রবেশপথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার মুঠোফোনে বলেন, শুক্রবার রাতে গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পরপরই বরিশাল নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে অতিরিক্ত পুলিশ মাঠে নামানো হয়েছে।  যেসব স্থাপনা স্পর্শকাতর মনে হয়েছে সেগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।  নগরীর বিভিন্ন প্রবেশপথেও বসানো হয়েছে চেকপোস্ট। বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন মুঠোফোনে জানিয়েছেন, বরিশাল বিভাগের সব জেলা পুলিশ সুপারদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশিদের নিরাপত্তা বাড়ানোসহ সড়ক-মহাসড়কে চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর