রবিবার, ৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শ্রীমঙ্গলে র‌্যাব পরিচয়ে লেবুবাগান মালিককে অপহরণ, পুলিশের জিডি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাব পরিচয়ে এক লেবুবাগান মালিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের মহাজিরাবাদ গ্রামের হাবিব মিয়ার ছেলে বশির মিয়া (৩৫) শুক্রবার অপহূত হওয়ার ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি জিডি করেছে পুলিশ। তবে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তারা অবগত নন।

বশির মিয়ার ছোট ভাই সোহেল জানান, শুক্রবার দুপুরে দুটি মাইক্রোবাস (একটি সাদা ও একটি কালো) মহাজিরাবাদ পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এসে থামে। ওই দুটি গাড়ি থেকে মোট ১২ জন লোক নামে। তারা সাদা পোশাকে ছিলেন। জুমার নামাজ শেষ হলে বশির মিয়া মসজিদ থেকে বের হলে তারা তাকে ধরে বেঁধে মারধর করতে থাকে। এ সময় মুসল্লিরা বশিরকে মারধর করার প্রতিবাদ করেন। একপর্যায়ে ইটপাটকেল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তখন তারা নিজেদের র‌্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে বশির মিয়া তাদের আসামি জানিয়ে উত্তেজিত মুসল্লিদের পেটাতে থাকে। তাদের প্রহারে মহাজিরাবাদ গ্রামের সেলিম, আল আমিন, মনতা, নজরুলসহ ১০ জন আহত হয়েছেন। পরে তারা বশিরকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর