সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনী বিরোধ : নলছিটিতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কান্দেবপুর গ্রামে গতকাল সজল হাওলাদার নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা গতকাল সকালে ওই কলেজছাত্রকে ধরে নিয়ে একটি স্কুলের কক্ষে আটকে বেদম মারধর করে। তারা তার বাম পায়ে কয়েকটি গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। সজল গত বছর নলছিটির মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। কান্দেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজল বিএম কলেজে সম্মান শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা রফিকুল ইসলাম জানান, গত ২২ মার্চের ইউপি নির্বাচনে মোল্লারহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান আকনের পক্ষে কাজ করে সজল। নির্বাচনে মিজান জয়ী হলে প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম সজলের ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এর আগেও তাকে মারধর করেছিল জহিরুল ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় গতকাল জহিরুল, স্বপন ও আউয়ালসহ ৭/৮ জন মিলে তাকে বেদম মারধর করে। এক পর্যায়ে জহিরুল সজলের বামপায়ে কয়েকটি গুলি করে চলে যায়। নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর