Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ জুলাই, ২০১৬ ০০:২১
গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে আরইউজের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। গতকাল দুপুর ১২টায় নগরীর আলুপট্টিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘এটা আমার দেশ, মৃত্যু উপত্যকা হবে না’ স্লোগান নিয়ে জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নেতারা। সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এদিকে সকালে নগরীতে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে নগর আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এই পাতার আরো খবর
up-arrow