রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

গুলশান ও শোলাকিয়া হামলার পর মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। গত বুধবার ট্রাভেল অ্যালার্ট (ভ্রমণ সতর্কতা) থেকে সতর্কতার মাত্রা ‘ট্রাভেল ওয়ার্নিংয়ে’ (ভ্রমণ হুঁশিয়ারি) উন্নীত করা হয়। একই সঙ্গে সে দেশের নাগরিকদের ঢাকা ভ্রমণের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিবরি ওই ট্রাভেল ওয়ার্নিং সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অতি সম্প্রতি অনুষ্ঠিত গুলশানের এবং শোলাকিয়ার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এখন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্ক থাকতে হবে। এই ভ্রমণ হুঁশিয়ারি চলতি বছরের ফেব্রুয়ারিতে জারিকৃত ভ্রমণ সতর্কতার স্থলাভিষিক্ত হবে।

এ পরিস্থিতিতে বাংলাদেশে সামপ্রতিক সন্ত্রাসী হামলার আলোকে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের উচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ওই মুখপাত্র। একই সঙ্গে তিনি স্থানীয় নিরাপত্তা বিষয়গুলো পর্যবেক্ষণেরও নির্দেশ দেন। ইতিমধ্যে নিরাপত্তার স্বার্থে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মীদের চলাফেরার ওপরও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিশেষ তথ্য পেস খোলা হয়েছে। বাংলাদেশ সফরের সময় মার্কিন নাগরিকদেরও একই ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন জন কিবরি। এ সম্পর্কে জন কিবরির স্পষ্ট ঘোষণা, বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

সর্বশেষ খবর