রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ইরাকে যুক্তরাষ্ট্রের সর্বনাশা সিদ্ধান্তের ফসল আইএস : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, যুদ্ধ-পরবর্তী পরিকল্পনায় ইরাকি সেনাবাহিনী থেকে সাদ্দাম হোসেনের বাথ পার্টির সমর্থকদের গণহারে বের করে দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ছিল সর্বনাশা ভুল। তার মতে, এই সিদ্ধান্তের প্রত্যক্ষ ফলই হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক যুদ্ধে অংশগ্রহণের জন্য নিজ দেশেই যুক্তরাজ্যের সমালোচনা দিন দিন বাড়ছে। ইরাক যুদ্ধের সমালোচনা করে দেওয়া যুক্তরাজ্যের চিলকোট প্রতিবেদনের এক দিনের মাথায় গত বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন ফিলিপ হ্যামন্ড। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর