সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

৭০ বিহারি ক্যাম্পে উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ৭০টি বিহারি ক্যাম্পে উচ্ছেদ কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। ফলে আপাতত এসব ক্যাম্পে কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আদালতে বিহারিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

পরে সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, বিহারিদের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ১৭ জুন হাইকোর্ট রুল জারি করে। গত ২৯ মার্চ রুল খারিজ করে পর্যবেক্ষণসহ বিহারিদের করা রিট খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চেম্বার আদালত উচ্ছেদ কার্যক্রমের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছে।

সর্বশেষ খবর