শিরোনাম
মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুকন্যা যোগ্য কাজ করেছেন’

কলকাতা প্রতিনিধি

উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে জাকির নায়েকের ‘পিস টিভি বাংলা’র সম্প্রচার নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার জাকির নায়েকের ‘পিস টিভি’ সে দেশে নিষিদ্ধ করেছে। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে একেবারে যোগ্য কাজ করেছেন।’

প্রসঙ্গত, ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরই মুম্বাইয়ের ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের নাম উঠে আসে। বাংলাদেশের তদন্তকারীরাও জানান হামলাকারী সাত জঙ্গির দুইজন জাকির নায়েকের ভাষণেই অনুপ্রাণিত হয়েছিল। ভারতেও জাকির নায়েকের টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ভারত সরকার। ইতিমধ্যে মহারাষ্ট্র রাজ্য সরকারও জাকিরের ভাষণগুলোকে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘সন্ত্রাসের প্রশ্নে কোনো আপস করা হবে না। জাকিরের বক্তব্যের সিডি পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সূত্রে খবর, অভিযোগ প্রমাণিত হলে তাকে আটকের কথাও ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন জাকির।

সর্বশেষ খবর