মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ থেকে সরানো হলো দুটি আন্তর্জাতিক সভা

প্রতিদিন ডেস্ক

গুলশানে জঙ্গি হামলায় বিদেশি নাগরিক নিহত হওয়ার পর দুটি আন্তর্জাতিক সভার স্থান বাংলাদেশ থেকে সরিয়ে  নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে সংশ্লিষ্ট দুটি সংগঠন ওই সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। দুটি আয়োজনের মধ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সম্মেলনে (অ্যাপনিক-৪২) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ৫০০ বিদেশি নাগরিকের অংশ নেওয়ার কথা ছিল। এদিকে দুই সপ্তাহ পর ঢাকায় অনুষ্ঠেয় মুদ্রাপাচার বিষয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সভাও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিডি নিউজ।

 দ্য এশিয়া প্যাসিফিক মানি লন্ডারিং গ্রুপ (এপিজিএমএল) নামে এই সংগঠন অবৈধ অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিয়ে থাকে, বাংলাদেশও যার সদস্য। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ২৪ থেকে ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় প্রায় সাড়ে তিনশ বিদেশি প্রতিনিধির অংশগ্রহণে সংগঠনের বার্ষিক সভার স্থান সরানোর কথা জানিয়ে সোমবার যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে কোনো কারণ দেখানো হয়নি। ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই সভা সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সভার সময় ও সুনির্দিষ্ট স্থান পরে জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বৈঠকটি আপাতত স্থগিত হয়েছে। কোথায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ খবর