Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০২:১৯
জেএসডির জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ১৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার সারা দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। এদিন কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হবে। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow