Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুলাই, ২০১৬ ২৩:৫৮
বিরল প্রজাতির প্রাণী গন্ধ গোকুল উদ্ধার
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর থেকে গন্ধ গোকুল নামে বিরল প্রজাতির দুটি প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। গতকাল সকালে প্রাণী দুটি উদ্ধার করা হয়। সেগুলো এখন ধামইরহাট বন বিট অফিসে খাঁচায় বন্দী রাখা হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের স্থানীয় কর্মী ফাহমিদ জানান, সোমবার বিকালে রামচন্দ্রপুর গ্রামের পাশে ফাঁকা একটি স্থানে প্রাণীগুলো ঘোরাফেরা করতে দেখতে পায় গ্রামবাসী। এ সময় গ্রামের বাসিন্দা বিশ্বলাল সেগুলো আটক করে গতকাল সকালে বিট অফিসে খবর দেন। খবর পেয়ে সকালে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে সেখানকার জনপ্রতিনিধি ও গ্রামবাসীর উপস্থিতিতে বিশ্বলালের কাছ থেকে প্রাণী দুটি নিয়ে আসা হয়। উদ্ধারকৃত দুটি প্রাণীই বিরল প্রজাতির গন্ধ গোকুল বলে নিশ্চিত হওয়া গেছে।

এই পাতার আরো খবর
up-arrow