বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় এপিজির সম্মেলন বাতিল

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ থেকে ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় এশীয় প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের বার্ষিক সম্মেলন বাতিল করা হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সম্মেলন বাতিলের ঘোষণা দেওয়া হয়। ঢাকার পরিবর্তে ওই সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সম্মেলনের সময় পিছিয়ে নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর-২০১৬। তবে বাংলাদেশ থেকে সম্মেলন বাতিলের কোনো কারণ উল্লেখ করেনি এপিজি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় ১৭ বিদেশি নাগরিক নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, পূর্ব নির্ধারিত এপিজির সম্মেলন অবশ্যই হবে। সেটা বাতিল করার কোনো কারণ নেই। তার একদিন পরই এপিজি সম্মেলন বাতিল ঘোষণা করল।

উল্লেখ্য, এপিজি এশীয় প্যাসিফিক অঞ্চলে মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে বিশেষভাবে কাজ করে। ২৩ থেকে ২৮ জুলাইয়ের ওই সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হলে সেটাই হতো সংস্থাটির ঢাকায় হওয়া প্রথম সম্মেলন। সে সভায় ৪১টি দেশের প্রতিনিধি, ৮টি দেশ ও প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেওয়ার কথা ছিল। এবারের সম্মেলনের প্রধান আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ও বিভিন্ন দেশ থেকে পুঁজি (অর্থ) পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বা জঙ্গি অর্থায়ন।

সর্বশেষ খবর