বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইউপি নির্বাচন

স্থগিত কেন্দ্রগুলোতে পুনঃভোট ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক

নানা অনিয়মের কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন শতাধিক ভোটকেন্দ্রে আগামী ২৭ জুলাই পুনঃভোট করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে কমিশন বৈঠকের জন্য নথি উপস্থাপন করা হয়েছে। ইসির একজন কর্মকর্তারা জানান, স্থগিত কেন্দ্রে পুনঃভোটের তারিখ ২৭ জুলাই রেখে কমিশন সভার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র আরও জানিয়েছে, ইউপি নির্বাচনে সহিংসতা, ব্যালট ছিনতাই, আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের কারণে ৩৪৬টি ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা হিসাব করে চেয়ারম্যান বা সদস্য পদে ভোটের ব্যবধান ভোটার সংখ্যার চেয়ে বেশি থাকলে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হলে নির্বাচন পরিচালনা বিধির ৩৭(২) অনুযায়ী অবশ্যই পুনরায় ভোটগ্রহণ করতে হবে। ইসির তথ্য মতে, কয়েক ধাপের নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে এসব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

সর্বশেষ খবর