শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পরাস্ত চেয়ারম্যান খুলে নিলেন ইউপি ভবনের জানালা

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের দ্বিতল পরিষদ ভবনের ১৫টি কামরার ২৯টি জানালা খুলে নিয়ে গেছেন নির্বাচনে পরাজিত চেয়ারম্যান আজিজুর রহমান। এলাকাবাসী জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে লড়েছিলেন সাবেক চেয়ারম্যান আজিজুর। কিন্তু ভোটে হেরে যাওয়ায় ক্ষোভে-দুঃখে তিনি জানালাগুলো খুলে নিয়েছেন। তারা তার বিচারও দাবি করেছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, থাই অ্যালুমিনিয়ামের জানালার একটিরও কাচ নেই। দেয়াল ভেঙে জানালাগুলো খুলে নেওয়া হয়েছে। গ্রাম আদালতের বিচারকক্ষে একটি চেয়ারও নেই। এলাকাবাসীর অভিযোগ, পরাজিত চেয়ারম্যান ২৯টি কাচের থাই জানালা, ২৫টি চেয়ার ও একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন নিয়ে গেছেন। সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের কাজ চলমান আছে। এটি বাস্তবায়ন করছে উপজেলা প্রকৌশল অফিস। প্রকল্পের ডিজাইনে রড ও কাঠের জানালা লাগানোর কথা। আমি কাঠের বদলে ডিজাইন রিভাইজ করে থাই জানালা লাগানোর জন্য এলজিইডির কাছে আবেদন করে থাই অ্যালুমিনিয়ামের কাচের জানালা লাগিয়েছিলাম।

সর্বশেষ খবর