Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৪ জুলাই, ২০১৬ ০০:০১
আর্থিক খাতে ‘বেস্ট পারফর্মিং কোম্পানি’ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘বেস্ট পারফর্মিং ব্যাংক কোম্পানি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বখ্যাত বাণিজ্যবিষয়ক ফোর্বস ম্যাগাজিন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিন তাদের জুলাই ২০১৬ সংখ্যায় ইসলামী ব্যাংক সম্পর্কে বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে প্রতিবেদন ছাপিয়েছে বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির মূল দুটি ভিত্তি— তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক রেমিট্যান্স। এ দুই খাতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিষ্ঠানটি উৎপাদনমুখী ও শ্রমঘন শিল্প খাতে অর্থায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং লাখ লাখ অভিবাসীর কষ্টার্জিত রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানোর নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করেছে। ইস্পাত ও বিদ্যুৎ খাতের মতো বৃহৎ ও ভারী শিল্পে অর্থায়নের পাশাপাশি ইসলামী ব্যাংক দেশের সুষম উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রতিনিধিত্বকারী অবদান রাখছে। নারী উদ্যোক্তা উন্নয়নেও ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে ফোর্বস তার নিবন্ধে উল্লেখ করেছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি পাঁচ বছরে ইসলামী ব্যাংকের আমানত তিন গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ব্যাংকটির গ্রাহক ১ কোটি ৭ লাখের বেশি। বৈদেশিক রেমিট্যান্সের ২৭ ও দেশের এসএমই খাতের ২৩ শতাংশ এককভাবে পরিচালনা করে এই ব্যাংক। ইসলামী ব্যাংকের বর্তমান সম্পদের পরিমাণ ৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা অ্যালিড ব্যাংক ইন পাকিস্তান বা এশিয়া কমার্শিয়াল ব্যাংক ইন ভিয়েতনামের সম্পদের কাছাকাছি।

এই পাতার আরো খবর
up-arrow