শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আটকের পর আরেক ভিক্ষু কারাগারে

কক্সবাজার প্রতিনিধি

আটকের পর আরেক ভিক্ষু কারাগারে

কক্সবাজার শহরের বৌদ্ধমন্দিরের উ পাঁই দিত্বা (৭৭) নামে এক প্রবীণ ভিক্ষুকে কুপিয়ে ও পিটিয়ে জখমকারী আরেক ভিক্ষু ময় অং রাখাইন (৪৫) মার্মা গ্রেফতার হয়েছে। গতকাল ভোরে রূপসীপাড়া ইউনিয়নের দরদরী

বড়ুয়াপাড়া বৌদ্ধমন্দির থেকে লামা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কক্সবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ময় অং রাখাইন কক্সবাজার শহরের বাসিন্দা কমিসিংয়ের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলাকারী ময় অং রাখাইনকে লামা থানা পুলিশের সহায়তায় আমরা গ্রেফতার করেছি। ভিক্ষু হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, জায়গা-জমির বিরোধ ও বৌদ্ধমন্দিরে কর্তৃত্ব নিয়ে ওই হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহত উ পাঁই দিত্বার অবস্থা সম্পর্কে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পুচনু বলেন, তার মাথার তিনটি স্থানে কেটে গেছে। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দুই হাতের হাঁড়ও ভেঙে গেছে। বিশেষ তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর