শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি। বুধবার তিনি মন্ত্রীর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ ও জাপান বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের যোগাযোগ, বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জাপানি উদ্যোক্তাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ছাড়া ওই দিন পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফান সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর