শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কমিটির ডাক

নিজস্ব প্রতিবেদক

গুলশান ও শোলাকিয়ায় হামলার  প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছে বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলো। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই ডাক দেয় ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র ব্যানারে ৬৮টি সংগঠন। কর্মসূচিতে মানবাধিকার নেত্রী সুলতানা কামাল দেশের নারী সমাজকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারাহ কবীর, এডাবের পরিচালক এ কে এম জসীমউদ্দিন, উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, জাতীয় নারী  জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, আইন ও সালিশ কেন্দ্রের রওশন জাহান পারভীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর