শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

লন্ডনে বৈঠকে বসছেন আওয়ামী লীগ-বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

উগ্রবাদ-সন্ত্রাসবাদসহ বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে যুক্তরাজ্যের ‘হাউস অব কমনস’ এ আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। আগামী মঙ্গলবার ‘ডেভেলপমেন্ট অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ বিষয়ক সেমিনারে অংশ নেবেন বাংলাদেশের প্রধান দুই দলের প্রভাবশালী নেতারা। আওয়ামী লীগের পক্ষ থেকে এইচটি ইমাম, মশিউর রহমান, সুরঞ্জিত সেনগুপ্ত, কর্নেল (অব.) ফারুক খান ও তারানা হালিমের যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়ে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কাল সকালে আমাদের লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার ইচ্ছা রয়েছে। এ সেমিনারটি প্রতিবছরই হয়। গত বছর পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা যেতে পারিনি। এর আগেও গিয়েছি। এবারও অংশ নেওয়ার ইচ্ছা আছে।

সর্বশেষ খবর